• icon21/2, Purana Paltan, Dhaka
  • icontalasamity@gmail.com
  • icon(+88) 01947-667603, 01711-664559
  • icon
History

তালা উপজেলা সমিতি

আজ থেকে ২৫ বছর আগে মোঃ একরামুল হক আসাদ, এম এ গফুর, এ্যাডভোকেট মোঃ সহিদুল হক প্রমুখেরউদ্যোগে ১৯৯৭ সালের ২৫ মে এ্যাডভোকেট মোঃ সহিদুল হকের সভাপতিত্বে এম এ গফুরের ব্যবসাস্থল ৬৮/২ পুরানা পল্টন সকাল ১০টায় তালা উপজেলা সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন-

০১, সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় সৈয়দ দীদার বখ্ত
০২, এ্যাডভোকেট মোঃ সহিদুল হক
০৩, এম এ গফুর
০৪, মোঃ একরামুল হক আসাদ
০৫, অভয় পদ দাস
০৬, মোঃ আব্দুল জলিল খান
০৭, ডাঃ মোঃ শরীফুল ইসলাম শরীফ
০৮, এম এফ কবির মিলন বিশ্বাস
০৯, শেখ সিরাজুল ইসলাম বাবলু
১০, ডাঃ আব্দুল কলিম সরদার
১১, বদরু মোহাম্মদ খালেকুজ্জামান
১২, সরদার শরীফুল ইসলাম
১৩, মোঃ শহীদুল ইসলাম
১৪, ঘোষ তাপস কুমার
১৫, এম এম রুহুল আমিন   ও
১৬, শেখ আল আমিন।

১৯৯৭ থেকে আজ ২০২২ সময়ের ব্যবধানে যেমন ২৫টি বছর, তেমনি আজকের এই সমিতির প্রথম উদ্যোক্তা একরামুল হক আসাদ, এরপর এম এ গফুর, অ্যাডভোকেট মোঃ সহিদুল হক ক্রমান্বয়ে আজ ৩২০.

১৯৯৭ সালের বেশ কয়েক বছর আগে তালা সমিতি গঠন করার উদ্যোগ নিয়েছিলেন শেখ সিরাজুল ইসলাম, নিখিল ঘোষ, সৈয়দ দিদার বখ্ত, ইঞ্জিঃ শেখ মুজিবুর রহমান,  শেখ আনসার আলী প্রমুখ। বেশ কয়েকটি সভাও করেছেন। কিন্তু নানাবিধ কারণে সে উদ্যোগ আর প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারেনি। 

উনারা একসময় তালা উপজেলা সমিতি গঠনে উদ্যোগী ছিলেন বলেই ১৯৯৭ সালের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আজও পর্যন্ত বটবৃক্ষের ন্যায়  তালা উপজেলা সমিতিকে আগলে রেখেছেন।